প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার ব্যবসায়িক এলাকার বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী মনোরঞ্জন সাহা পরলোকগমন করেছেন। ৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের সময় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিনই তার অন্ত্যেষ্টিক্রিয়া চাঁদপুর মহাশ্মশানে সম্পন্ন হয়।
প্রয়াত মনোরঞ্জন সাহা বাতাসা পট্টির ব্যবসায়ী রিপন সাহা ও বিপ্লব সাহার পিতা। তিনি দীর্ঘ বছর বেশ সুনামের সাথে সন্দেশ, দই ও মিষ্টির ব্যবসা করে আসছিলেন। তার প্রতিষ্ঠানটি দুই ছেলে এখন পরিচালনা করছেন।