প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০
![৩০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার](/assets/news_photos/2023/03/10/image-30510.jpg)
চাঁদপুর লঞ্চঘাটে যাতায়াতের রাস্তায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার ও ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁদপুর। সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এ তথ্য নিশ্চিত করে জানান, তার সার্বিক তত্ত্বাবধানে ৮ মার্চ বুধবার বেলা সাড়ে ১২টায় পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের নেতৃত্বে তাদের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী এলাকায় (লঞ্চঘাট ও রেলস্টেশন সড়ক) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শাকিল চৌধুরী (৩৫), পিতা-আব্দুল হালিম, মাতা-সালমা হালিম, সাং-মুগদাপাড়া, থানা-মুগদা, জেলা-ঢাকাকে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন। এই বিষয়ে পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।