মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০

নারী দিবসে জিলানী চিশতী কলেজে চক্ষু চিকিৎসা সেবা
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী জিলানী চিশতী কলেজে দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

৯ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে হাসপাতালের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম এন্ড অ্যাডমিন) ইঞ্জিঃ শামীম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি হাসপাতালের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম এন্ড অ্যাডমিন) শামীম খানের নেতৃত্বে আগত চিকিৎসক টিমকে। এ টিম আমাদের এ কলেজে শিক্ষার্থীদের চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করবে। চোখ আমাদের অমূল্য সম্পদ, যাদের চোখ নেই তারা এর মর্ম বুঝে। তাই চোখের চিকিৎসা ও পরিচর্যা নিতে হবে। চক্ষু হাসপাতালের এটা একটা মানবিক কাজ। চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল নিরলসভাবে মানুষের সেবায় কাজ করছে। এ হাসপাতালের চিকিৎসা সেবা খুবই ভালো। তিনি আরো বলেন, এ কলেজের ৮০ভাগ শিক্ষার্থী ছাত্রী। এখানে বেশির ভাগ শিক্ষার্থীর অভিভাবক শ্রমজীবী। চক্ষু হাসপাতালের কর্মকর্তা শামীম ভাইয়ের সহযোগিতায় ও আমার ব্যক্তিগত অর্থায়নে এলাকার প্রায় ২৬ জনের চোখের ছানি অপারেশন করা হয়েছে। এ হাসপাতাল পরিচালনায় যারা রয়েছে তারাও ভালো। এ হাসপাতালটি চাঁদপুরবাসীর জন্য সম্পদ।

২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিংবডির সদস্য মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য শেষে চক্ষু চিকিৎসার দিনব্যাপী ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। আরো বক্তব্য রাখেন চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মোঃ আবু জাফর। চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের সিনিয়র অফথ্যালমিক প্যারামেডিক্স চিকিৎসক মোঃ মঈনুল হোসেন, সহকারী মোঃ মিলন।

চক্ষু শিবিরে কলেজের ২৫জন শিক্ষার্থী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন ছাত্রীসহ মোট ১শ’ ৪জন শিক্ষার্থীর চোখের পরীক্ষা করা হয়। এছাড়া এলাকার ১৩জন চোখের পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে রোগ অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চশমা, ড্রপ ও ঔষধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে র‌্যালি অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়