মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া সম্পন্ন হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়াটি অনুষ্ঠিত হয়। ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্পে করণীয়, অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

এছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় ব্যক্তিগত পর্যায়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা ও রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদে ভবন থেকে বের করা সম্পর্কে সম্যক ধারণা দেয়া হয়।

এদিন সকালে মহড়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান মানিক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাকির হোসাইন ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সাজেদুল কবির জোয়ার্দারের সার্বিক তত্ত্বাবধানে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আফতাবুল ইসলামসহ অন্য সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়