প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০
![নারী দিবসে পুনাকের আলোচনা সভা](/assets/news_photos/2023/03/10/image-30503.jpg)
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্য ও ‘আমরা নারী, আমরাই পারি’ স্লোগানে আন্তর্জাতিক নারী দিবসে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুর জেলার আয়োজনে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। ৮ মার্চ বুধবার বিকেলে জেলা পুনাক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।
তিনি বলেন, আজকে আমরা যে নারী দিবসটি উদযাপন করছি, এটা আমাদের জন্য একটি গর্বের দিন, তথা বিশেষ দিন। আমরা মনে করি, আমাদের নারীদের জন্যও একটি স্পেশাল দিন আছে। আমাদের নারীদের সবচেয়ে বড় একটি গুণ হচ্ছে ধারণক্ষমতা। মহান আল্লাহ এ ধারণক্ষমতা দিয়েই নারীদের দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা নারীরা সন্তান ধারণ করি, ধৈর্য ধারণ করি, আমরা কষ্ট করি। এ ক্ষমতা আল্লাহতায়ালা শুধু আমাদেরকেই দিয়েছেন। আমাদেরকে একটু স্পেশাল করে বানিয়েছেন, এজন্যেই আমরা স্পেশাল।
তিনি বলেন, কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। নারীর অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিতে হলে তার বাবা, স্বামী বা ভাই তথা যে কোনো পুরুষকে অবশ্যই সামনে এগিয়ে আসতে হবে। আজকে আমাদের নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। এ সচেতনতা আমাদের জন্য খুব জরুরি। কারণ, দার্শনিক নেপোলিয়ন বলেছিলেন, ‘আমাকে একটা ভালো মা দাও, আমি একটি সুন্দর জাতি উপহার দিবো’। সুতরাং সুন্দর জাতি পেতে হলে অবশ্যই আমাদের মায়েদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পুনাক সাধারণ সম্পাদক মৌমিতা সাহা। পুনাকের অধ্যক্ষ শিপ্রা দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুনাকের সহ-সভাপতি পূজা দাস, সাংগঠনিক সম্পাদক শাহীনা বেগম, যোগাযোগ বিষয়ক সম্পাদক সোনিয়া কামাল, শিক্ষার্থী নাদিয়া ও লিয়ন। কোরআন তেলাওয়াত করেন লিসা ও গীতা পাঠ করেন চুমকি সরকার।
সবশেষে জেলা পুনাকের পক্ষ থেকে একজন অসহায় নারীর হাতে একটি উন্নত জাতের ছাগল তুলে দেন পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মীসহ কর্মকর্তাগণ।