প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০
![বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে ইনশাআল্লাহর স্পিরিট ছিলো খুব বেশি](/assets/news_photos/2023/03/09/image-30457.jpg)
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : বাঙালি জাতির মুক্তির সনদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ মঙ্গলবার চাঁদপুর শহরের ফিশারী গেইটস্থ ইফার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। তিনি বলেন, ১৯৬৬ সালে বঙ্গবন্ধু যে ৬ দফা দিয়েছিলেন, সেটা ছিলো মুক্তির সনদ। শোষণ, বঞ্চনা ছিলো পাকিস্তান কর্তৃক বাঙালির উপর। সে থেকেই বঙ্গবন্ধু পাকিস্তানি শোষকদের জানান দিয়েছিলেন বাঙালি জাতি মুক্তি চায়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে ইনশাআল্লাহর স্পিরিট ছিলো খুব বেশি। সে ভাষণে ছিলো আল্লাহর রহমত। তার দরুণ মুক্তিকামী বাঙালি বঙ্গবন্ধুর নির্দেশে যার যা কিছু আছে তা নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
তিনি বলেন, আজ স্বাধীন দেশে ইসলামী ভাবধারা ও সঠিক সংস্কৃতি চর্চার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে এক অনন্য দৃষ্টান্ত রেখেছেন। যেমনটি বঙ্গবন্ধুও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইতিহাসে নাম লিখিয়েছেন।
ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন।
জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিষ্ণুপুর মদীনা জামে মসজিদের খতিব মুফতি আবু বকর বিন ফারুক। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন কল্যাণপুর আল-আকসা জামে মসজিদের খতিব মাওলানা এম.এ. খালেক। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মতলব উত্তর লুধুয়া আহমদিয়া (সাঃ) কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম। মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষকবৃন্দ।