প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ০০:০০
![চাঁদপুর জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি অনুমোদন](/assets/news_photos/2023/03/07/image-30404.jpg)
চাঁদপুর জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
গত ৪ মার্চ শনিবার সজীব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মাহাবুব আলম ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান হাওলাদার স্বাক্ষরিত চাঁদপুর জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি হিসেবে মোঃ মাইনুল ইসলাম ও শাহ্ আলম সর্দারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদের অনুমোদন দিয়েছে।
কমিটির অনুমোদন দেওয়ায় চাঁদপুর জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।
জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আগামী কয়েকদিনের মধ্যে নবগঠিত জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।