শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া পৌরসভাধীন কুটিয়া-লক্ষ্মীপুরের সমাজসেবক আবুল কালামের সম্মানহানিসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের মদদদাতাদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে কুটিয়া-লক্ষ্মীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক, সমাজসেবক সফিকুর রহমান, শহীদ উল্যাহ, আব্দুস সাত্তার ও কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, আবুল কালাম দীর্ঘদিন যাবৎ এলাকার ধর্মীয়, সামাজিক্ল, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে সাথে সম্পৃক্ত থেকে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছেন। বিশেষ করে একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে সোচ্চারভাবে কাজ করে আসছেন। অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা আবুল কালামের বলিষ্ঠ নেতৃত্বের কারণে তাদের স্বীয় স্বার্থ হাসিল করতে পারছে না। বিভিন্ন অপরাধের সাথে জড়িতরা আবুল কালামের সুনাম সুখ্যাতি নষ্ট করার জন্যে তার বিরুদ্ধে কল্পিত ও বানোয়াট প্রচারণায় লিপ্ত হয়েছে। এমনকি সংবাদকর্মীদেরকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে। ওই চক্রটি আবুল কালামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে তার নেতৃত্বকে নিষ্ক্রিয় করে তুলতে আধা জল খেয়ে মাঠে নেমেছে। আবুল কালামের সম্মানহানির সাথে জড়িত ও মাদক ব্যবসায়ী এবং তাদের মদদদাতাসহ বিভিন্ন সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়