বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

বুধবার ফরিদগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
প্রবীর চক্রবর্তী ॥

আগামীকাল ২৫ জানুয়ারি বুধবার ফরিদগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে আয়োজনের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি বুধবার পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নেপাল চন্দ্র, মুনীর চৌধুরী, প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

অ্যাথলেটিক্স ইভেন্ট সমূহ : (১) ‘ক’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)-এর ছাত্র : ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লংজাম্প। (২) ‘ক’ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)-এর ছাত্রী : ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্প। (৩) ‘খ’ (৯ম থেকে ১০ম শ্রেণি)-এর ছাত্র : ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস, ৪১০০ মিটার রিলে। (৪) ‘খ’ (৯ম থেকে ১০ম শ্রেণি)-এর ছাত্রী : ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস, ৪১০০ মিটার রিলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়