প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![কচুয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে ইউপি সদস্যের সংবাদিক সম্মেলন](/assets/news_photos/2023/01/24/image-28756.jpg)
কচুয়ায় ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ইউপি সদস্য জী.এম. মাসউদ সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার দুপুরে উপজেলার পাড়াগাঁও গ্রামে গোহট দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভুক্তভোগী ইউপি সদস্য জি.এম. মাসউদ এ সংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ২১ ডিসেম্বর মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে আটক করে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে জেলহাজতে প্রেরণ করে মানসম্মান ক্ষুণ্ন করে। অথচ আমি ইউপি সদস্য নির্বাচিত হবার পরে এবং আগে এলাকায় মাদক নির্মূল ও অসামাজিক কাজ প্রতিহত করে সবসময় সোচ্চার থেকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে আসছি। তিনি আরো বলেন, আমি স্থানীয় কতিপয় লোকজনের ষড়যন্ত্রের শিকার। পুরো ঘটনা তদন্তপূর্বক ওই মামলা থেকে দ্রুত অব্যাহতি দিতে জোর দাবি জানান তিনি। এ সময় ভুক্তভোগী ইউপি সদস্য ছাড়াও তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।