প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির নবগঠিত কমিটিতে হিতৈষী সদস্য পদে মোঃ কামরুজ্জামান মুন্সীকে নির্বাচিত করা হয়েছে। একাধিক প্রার্থী না থাকায় নবগঠিত কমিটির দ্বিতীয় সভায় মোঃ কামরুজ্জামান মুন্সী কলেজ গভর্নিংবডিতে হিতৈষী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ১৬ জানুয়ারি সকাল ১১টায় নারায়ণপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রশিদ মজুমদারের সভাপ্রধানে এবং অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় কলেজের শিক্ষা, ভৌত অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় গভর্নিংবডির সকল সদস্য উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মুন্সী নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডিতে তাকে হিতৈষী সদস্য পদে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কলেজের উন্নয়নে কাজ করতে সহযোগিতা কামনা করেন।