বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের  মিলাদ ও শীতবস্ত্র বিতরণ
এমরান হোসেন লিটন ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করেছে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরের কালিরবাজার চৌরাস্তায় উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ শেষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এমএ হান্নানের অর্থায়নে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আখতার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফারুক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব চবুর পাটওয়ারী রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু পাটওয়ারী, নাজিম উদ্দিন সুমন, আব্দুল মালেক পাটোয়ারী, আব্দুল হাই, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী তোহা মিলন, শফিউল্লাহ হায়দার, নাজমুল হাসান দীপু, আরিফ হোসেন পাটোয়ারী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের ৪ শতাধিক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়