বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

হরিণায় লঞ্চের সাথে জেলে নৌকার দুর্ঘটনা : নিহত ১
মিজানুর রহমান ॥

চাঁদপুর সদরের হরিণায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় জেলে নৌকা দুর্ঘটনার তিনদিনেও নিখোঁজ দুই জেলে রিয়াদ ও মোক্তারের সন্ধান পাওয়া যায়নি। গত ১৫ জানুয়ারি রোববার রাতে নদীতে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরা অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী একটি লঞ্চ ইব্রাহিমপুর চর এলাকার মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় জেলে নৌকার উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই জলিল (১৫) নামে এক কিশোর জেলে নিহত ও ২ জেলে নিখোঁজ হয়। বিষয়টি নিশ্চিত করেন হরিণা নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, নিহত ও নিঁখোজ জেলেরা চাঁদপুর সদরের ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঈদগাহ বাজারের বাসিন্দা। তাদের পরিবারে চলছে আহাজারি। হরিণা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা খবর পেয়ে জয়নাল মোল্লার ছেলে জলিল (১৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছি। এছাড়াও গফুর বেপারীর ছেলে ফারুক (২০) জীবিত উদ্ধার হলেও মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ (১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মোক্তার (১৮) নামে ২ জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার তৎপরতা ও আইনী কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান বলেন, আমি খবরটি জেনে সঙ্গে সঙ্গে থানা ও নৌ পুলিশকে জানিয়েছি। বুধবার পর্যন্ত নদীতে নিখোঁজ জেলে দুজনকে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার ডুবুরির সহায়তায় দুর্ঘটনা কবলিত জেলে নৌকাটি উদ্ধার করা হয়েছে।

এদিকে ঘাতক লঞ্চের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা যায়। নৌ পুলিশ একটি অপমৃত্যুর মামলা রুজু করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়