প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক টাস্কফোর্সের সভা](/assets/news_photos/2023/01/13/image-28347.jpg)
ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) বাস্তবায়নের লক্ষ্যে টাস্কফোর্সের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউএনও তাসলিমুন নেসা, পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, অফিসার ইনচার্জ আঃ মান্নান, বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান প্রমুখ।