প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
![কাল উদ্বোধনী ম্যাচে খেলবে নারায়ণগঞ্জ ও চাঁদপুর সোনালী অতীত ক্লাব](/assets/news_photos/2022/12/27/image-27643.jpg)
ঢাকায় কনফিডেন্স গ্রুপ মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে চাঁদপুর সোনালী অতীত ক্লাব। সোনালী অতীত ক্লাব ঢাকা বাংলাদেশের আয়োজনে ও ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ১২টি ক্লাব।
আগামীকাল বুধবার দুপুর আড়াইটায় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে অংশ নেবে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাব।
আগামীকাল ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে।
দীর্ঘ ৪২ বছরের ঐতিহ্যবাহী সোনালী অতীত ক্লাব বাংলাদেশ। এ ক্লাবের আয়োজনে সারাদেশের ১৯৭০, ১৯৮০ ও ১৯৯০ দশকের তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত জেলা ভিত্তিক সোনালী অতীত ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ আয়োজন করা হয়েছে।
ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের ১২টি দল। টুর্নামেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে : সোনালী অতীত ক্লাব বাংলাদেশ, সোনালী অতীত ক্লাব চট্টগ্রাম, সোনালী অতীত ক্লাব রংপুর, সোনালী অতীত ক্লাব চাঁদপুর, সোনালী অতীত ক্লাব বরিশাল, সোনালী অতীত ক্লাব খুলনা, সোনালী অতীত ক্লাব যশোর, সোনালী অতীত ক্লাব সিলেট, সোনালী অতীত ক্লাব রাজশাহী, সোনালী অতীত ক্লাব বগুড়া, সোনালী অতীত ক্লাব মুন্সিগঞ্জ ও সোনালী অতীত ক্লাব ফেনী।
টুর্নামেন্ট উপলক্ষে গত ক’দিন ধরেই চাঁদপুর স্টেডিয়ামে অনুশীলন করেছেন সোনালী অতীত ক্লাব চাঁদপুর দলের খেলোয়াড়রা। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর দলের খেলোয়াড়দের মাঝে জার্সি ও অন্যান্য সরঞ্জামাদি তুলে দেয়া হয়। দলটি মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবে বলে জানা গেছে।
চাঁদপুর দলের খেলোয়াড়রা হলেন : কোচ বোরহান খান, টিম ম্যানেজার রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, খেলোয়াড় মনোয়ার চৌধুরী, গোলাম মোস্তফা বাবু, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম পিন্টু, আনোয়ার হোসেন মানিক, তপন চন্দ, জসিমউদ্দীন পাটওয়ারী, জাহাঙ্গীর পাটওয়ারী, ইউসুফ বকাউল, ওয়াহিদুর রহমান লাবু, সোহেল রানা সোহাগ, বিএম হারুনুর রশীদ, জাহাঙ্গীর গাজী, এমদাদ মজুমদার, আনোয়ার মাঝি, মশিউর রহমান, নূরুল আমিন আকাশ, আব্দুল হালিম তুহিন, গোলাম কাদের মুকুল, হানিফ বকাউল, মনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, ফারুক, জিন্নাহ ও আলমগীর।