প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪
হেরার আলো
অনলাইন ডেস্ক
১০-সূরা ইউনুস
১০৯ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’
০১। আলিফ্-লাম-রা। এইগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত।
০২। মানুষের জন্য ইহা কি আশ্চর্যের বিষয় যে, আমি তাহাদেরই একজনের নিকট ওহী প্রেরণ করিয়াছি এই মর্মে যে, তুমি মানুষকে সতর্ক কর এবং মু’মিনদিগকে সুসংবাদ দাও যে, তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট আছে উচ্চ মর্যাদা! কাফিরগণ বলে, ‘এ তো এক সুস্পষ্ট জাদুকর!’