মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ০০:০০

পুরোহিত ও সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়ে)-এর আওতায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ের উপর ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল ৩ ডিসেম্বর শুক্রবার সনদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে। চাঁদপুর শহরস্থ গোপাল জিউড় আখড়ায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ।

হিন্দু-ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) রুবেল চন্দ্র শীলের সভাপ্রধানে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চাঁদপুর জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক মিন্টু কুমার ভদ্র অর্ঘ্য, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) মিথুন কুমার বিশ্বাস।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর শহরের গোপাল জিউড় আখড়া প্রাঙ্গণে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি। প্রশিক্ষণ কর্মশালায় জেলার মোট ২৫ জন পুরোহিত অংশগ্রহণ করেন। জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও দুজন টিওটির সিদ্ধান্তক্রমে জেলার প্রশিক্ষণার্থীদের মনোনয়ন করা হয়েছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়