প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ০০:০০
চলতি ২০২২ সালের এসএসসি পরীক্ষায় প্রতি বছরের ন্যায় এই বছরও নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করতে স্বক্ষম হয়েছে। হাজীগঞ্জ উপজেলার এ বিদ্যালয় থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা ও মানবিক বিভাগে মোট ১৩৬ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে ১২৮ হন। এর মধ্যে ১১ জন জিপিএ-৫ অর্জন করে। এছাড়া এ গ্রেড ২৭ জন, এ মাইনাস ২২ জন, বি গ্রেড ২৮ জন, সি গ্রেডে ৩৮ জন ও ২ জন ডি গ্রেড অর্জন করে। পাসের হার ৯৪.১২।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম বলেন, করোনাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার ব্যাঘাত ঘটলেও অন্যান্য বছরের ন্যয় এ বছরও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে সঠিক পাঠদানে সন্তোষজনক ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতে আরো ভালো ফলাফল অর্জনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।