প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে জিপিএ-৫ এসএসসিতে ৪৪৭, দাখিলে ১৪৩ ও কারিগরিতে ১২](/assets/news_photos/2022/11/29/image-26597.jpg)
সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত এসএসসি ও সমমানের ২০২২-এর পরীক্ষার ফলাফলে ফরিদগঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৬০২জন। এর মধ্যে এসএসসিতে ৪৪৭জন, দাখিলে ১৪৩জন ও কারিগরিতে ১২জন। এসএসসিতে মোট ৪১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯৩০ জন। পাসের হার ৯৪.৫৮ ভাগ। দাখিলে মোট ১৭৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৬৪জন। পাসের হার ৯০ ভাগ। কারিগরিতে মোট ২০৬জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৫জন পাস করেছে। পাসের হার শতকরা ৯০। জিপিএ-৫ পেয়েছে ১২জন। এসএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ফরিদগঞ্জ এআর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪৬ জন এবং কারিগরিতে ৩ জন। এসএসসিতে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও দাখিলে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসিতে ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪১৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করেছে ৩৯৩০ জন। পাসের হার শতকরা ৯৪.৫৮। জিপিএ-৫ পেয়েছে ৪৪৭জন। সর্বাধিক ৪৬ জন জিপিএ-৫ পেয়েছে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়া উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করার কৃতিত্বও অর্জন করেছে। শতভাগ পাস করা অন্য ৭টি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে : আদর্শ একাডেমি ফরিদগঞ্জ, শোল্লা স্কুল এ- কলেজ, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়, গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয়, উভারামপুর নূরুল ইসলাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও শোল্লা আশেক আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
অপরদিকে দাখিলে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৫৬৪ জন। পাসের হার শতকরা ৯০। জিপিএ-৫ পেয়েছে ১৪৩জন। শতভাগ পাস করেছে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে : সুবিদপুর মহিলা দাখিল মাদ্রাসা, রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা, গল্লাক দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা, কামতা ডিএস ফাজিল মাদ্রাসা, লড়াইরচর মদিনাতুল উলুম হাফিজিয়া দাখিল মাদ্রসা, লোহাগড় খন্দকার আতাউর রহমান বালিকা দাখিল মাদ্রাসা ও মুন্টিসরহাট ইদ্রিসিয়া হাবিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। এছাড়া ভোকেশনালে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৯৫জন। জিপিএ-৫ পেয়েছে ১২জন। পাসের হার শতকরা ৯০।