প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ০০:০০
কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে লুৎফুন্নাহার (৫০) নামের এক নারী মৃত্যুবরণ করেছেন। তিনি কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের ব্যবসায়ী মকবুল হোসেনের স্ত্রী।
মকবুল হোসেন জানান, তার স্ত্রী বেশ ক’দিন যাবৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোরে তার অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়। কিন্তু বেসরকারি সূত্র জানায়, এ পর্যন্ত কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়।