প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০
![শফিকুর রহমান কানাডা পৌঁছে হাসপাতালে ভর্তি](/assets/news_photos/2022/11/26/image-26437.jpg)
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও লেখক এএসএম শফিকুর রহমান গত ২৩ নভেম্বর সকালে সুস্থাবস্থায় ও নিরাপদে কানাডার টরেন্টো পৌঁছেছেন। তবে রাতে তিনি অসুস্থতা বোধ করেন। যার ফলে তাকে টরেন্টো সেন্টিনারী হাসপাতালে ভর্তি হতে হয়। তার আশু আরোগ্যর জন্যে তার পুত্র কানাডা প্রবাসী ড. আশিকুর রহমান রিয়াদ সকলের নিকট দোয়া কামনা করেছেন।