প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ০০:০০
‘সময়ের প্রয়োজনে তারুণ্য’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ২০১৪ সালের ১০ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে তারুণ্য সাংস্কৃতিক সংগঠন, চাঁদপুর। আজ ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তারুণ্য সাংস্কৃতিক সংগঠনের ২০২২-২০২৫ নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি, সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম অ্যাডঃ মুকবুল আহমেদকে মরণোত্তর সংবর্ধনা এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জীবন কানাই চক্রবর্তী সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। সংগঠনের সভাপতি ফেরদাউস মোর্শেদ জুয়েলের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান জিতু বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার ও বিশিষ্ট সমাজসেবক নেপাল সাহা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ সাংস্কৃতিক অনুরাগী সকল শ্রোতার উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব রাসেল আহমেদ।