মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর-চট্টগ্রাম রেলপথের সাগরিকা ট্রেনে পাথর নিক্ষেপে ট্রেনের গ্লাস ভাংচুর ॥ আটক ১
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সাগরিকা ট্রেনে পাথর নিক্ষেপে ট্রেনের গ্লাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

পাথর নিক্ষেপে ট্রেনের জানালার গ্লাস ভাংচুর করা হয়। এতে অল্পের জন্য ট্রেনের যাত্রীরা রক্ষা পেয়েছে। এ ঘটনায় পুলিশ মোঃ জাকির হোসেন গাজী (২২) নামে একজনকে আটক করে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠালে আদালত তার জামিন না-মঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। সে রেলওয়ে শ্রমিক কলোনীতে বসবাসরত মোঃ ছলেমান গাজীর ছেলে।

এ ঘটনায় চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২জনকে আসামী করে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রেলওয়ে থানায় জননিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ নভেম্বর) দুপুর অনুমান আড়াইটায় রেলপথের বড়স্টেশন নামক স্থানে।

একটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ১জন গাঁজা সেবনকারী ও বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকে রেলওয়ে পুলিশ ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের বড়স্টেশন রেলওয়ে শ্রমিক কলোনী ও যমুনা রোড এলাকার একদল গাঁজা সেবনকারী ও বিক্রেতা রেলওয়ে এলাকায় ভাসমানভাবে দীর্ঘদিন যাবত গাঁজা বিক্রি ও সেবন করে যাচ্ছে। অভিযোগ উঠেছে, তারা ট্রেনে ভ্রমণকারী কিছু অসাধু যাত্রীর নিকট মাদক বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে নিজেরা লাভবান হচ্ছেন।

গত বুধবার (২৩ নভেম্বর) রেলওয়ে এলাকায় বসবাসরত টিক্কার ছেলে মোঃ রাসেল (২৫)সহ একদল মাদক সেবনকারী ও বিক্রেতা মাদক সেবন করে উন্মাদ হয়ে পড়ে। এ সময় তারা নিজেদের ভারসাম্য রক্ষা করতে না পেরে চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী চলন্ত মেইল ট্রেন সাগরিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করতে থাকে। এতে করে ট্রেনের জানালার গ্লাস ব্যাপক ভাংচুর হয়ে রেলওয়ের ক্ষতিসাধিত হয়েছে।

ঘটনার পরপর অভিযুক্তরা পালিয়ে যায় বলে এলাকাবাসী জানায়। এ ঘটনার আলোকে চাঁদপুর রেলওয়ে থানার পুলিশ ব্যাপক তদন্ত শেষে বৃহস্পতিবার শহরের বড়স্টেশন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীর ছেলেকে আটক করে আদালতে পাঠিয়েছে।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ উল্লাহ্ বাহার জানান, বুধবার সাগরিকা ট্রেনে পাথর নিক্ষেপ ও ট্রেনে গ্লাস ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে জননিরাপত্তা আইনে ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেছে। অন্য অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়