মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ০০:০০

শুক্রবার হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
কামরুজ্জামান টুটুল ॥

আসছে ২৫ নভেম্বর (শুক্রবার) হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় হাজীগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দীন।

সম্মেলনের উদ্বোধন করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী এবং সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন। সম্মেলনে অন্য অতিথিবৃন্দ ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে সোমবার (২১ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত কার্য নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে সভাপতির বক্তব্য রাখেন আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।

তিনি বলেন, যেহেতু গঠণতন্ত্রের বিধি অনুযায়ী আমরা (উপজেলা আওয়ামী লীগ) আপনাদের অধীনে, তাই আপনারা জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন বা তারিখ নির্ধারিত করবেন। আমরা আগামী ২৫ নভেম্বরের মধ্যে ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য প্রস্তুত। এরপর এদিন (সোমবার) রাতেই আগামী ২৫ নভেম্বর (শুক্রবার) পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জেলা আওয়ামী লীগ নির্দেশনা প্রদান করে।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর (সোমবার) ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয় এবং ১৯ নভেম্বর (শনিবার) ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে পৌরসভার ১২টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়