প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর ড্রামার উদ্যোগে ৭ম মুড়ি উৎসবের উদ্বোধন](/assets/news_photos/2022/11/23/image-26324.jpg)
‘একপাত্রে মুড়ি খাই, সাম্প্রদায়িকতার স্থান নাই’ এ স্লোগান ধারণ করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন চাঁদপুর ড্রামার আয়োজনে ৭ম মুড়ি উৎসবের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২২ নভেম্বর সোমবার সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ৭ম মুড়ি উৎসবের আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও ৭ম মুড়ি উৎসবের উপদেষ্টা মানিক পোদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী। তিনি বক্তব্যে বলেন, এ ধরনের উৎসবে সাংস্কৃতিক কর্মীদের সম্পৃক্ত করতে পারলে মুড়ি উৎসবের সার্থকতা আসবে। আমাদের প্রজন্মকে মাদকের ছোবল থেকে মুক্ত রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। তাই সাংস্কৃতিক সংগঠনকে আমরা ভালবাসি। এ মুড়ি উৎসবের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি ছিলাম। যারা হারিয়ে গেছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। অতীতে আমরা দেখেছি মা-খালাদের গ্রামে মুড়ি ভাজতে। তখন তারা গীত গাইতো। সে দৃশ্য এখন হারিয়ে গেছে। আমরা এ মুড়ি উৎসবকে আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। প্রতিটি উপজেলায় এ মুড়ি উৎসব করতে চাই। চাঁদপুর হলো অসাম্প্রদায়িক শহর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চেয়েছিলেন। আমরা তাই এক পাত্রে মুড়ি খাই সাম্প্রদায়িকতার স্থান নাই এ স্লোগান নিয়ে মুড়ি উৎসবের যাত্রা শুরু করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের চরসেনসাস ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারী, ৭ম মুড়ি উৎসবের প্রধান উপদেষ্টা তপন সরকার, নেপাল সাহা, গিয়াস উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মোস্তাকুর রহমান ও বিআইডব্লিউটিএ সুপারভাইজার সাইফুল ইসলাম।