মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ০০:০০

ইলিশ চত্বর থেকে ট্রাকরোড পর্যন্ত রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর শহরের ইলিশ চত্বর থেকে ট্রাক রোডের মাথা পর্যন্ত ৬৯০ মিটার রাস্তা সিলকোট করে সংস্কার করা হয়েছে। একই সাথে ১০ মিটার প্রশস্ত করে রাস্তাটিকে আগের চেয়ে বেশি চওড়া করা হয়েছে। ইলিশ চত্বরের এই সড়কটি স্টেডিয়াম রোড নামেও পরিচিত। জনগুরুত্বপূর্ণ এ সড়কে রয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়, বিটিসিএল ভবন, সমাজসেবা কার্যালয়, ফায়ার সার্ভিস ভবন, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, শিশু একাডেমি, মসজিদ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে বঙ্গবন্ধু সড়কের মাথা পর্যন্ত ৫শ’ ফুটের ড্রেন নির্মাণ করা হয়।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্সের পক্ষে ঠিকাদার কাঞ্চন গাজী জানান, বর্তমান মেয়র জিল্লুর রহমান জুয়েল কাজ সঠিকভাবে আদায়ে শতভাগ সচেষ্ট থাকেন। কাজের গুণগত মান ঠিক রাখতে যদি প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি খরচও হয়, প্রয়োজনে নতুন করে প্রাক্কলিত ব্যয় ধরা হবে। তবুও কাজের মান শতভাগ ভালো হতে হবে। এটাই বর্তমান মেয়রের নীতি। এ জন্য তাঁর সময়ে চাঁদপুর পৌরসভার প্রত্যেকটি কাজের মান খুবই ভালো হচ্ছে।

চাঁদপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দে জানান, ইলিশ চত্বর থেকে ট্রাকরোড পর্যন্ত রাস্তাটির সিলকোট করে সংস্কার করা হয়েছে। এরপর বঙ্গবন্ধু সড়কের মাথা থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল পর্যন্ত ৫শ’ ফুটের ড্রেন নির্মাণ করা হয়। কাজটি শতভাগ মানসম্পন্ন হওয়ার বিষয়ে মেয়র মহোদয় খুবই সচেষ্ট ছিলেন। মেয়র মহোদয়ের নির্দেশে কাজ চলাকালীন আমরা ক’বার পরিদর্শন করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়