প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ০০:০০
জাতীয় শ্রমিকলীগ ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। ২১ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা শ্রমিকলীগ কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ হানিফ কাজী ও সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজী এবং পৌর শ্রমিকলীগের সভাপতি কাজী কাউছারের উপস্থিতিতে ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দের হাতে এই তালিকা তুলে দেয়া হয়। এ সময় চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি কামাল শেখ, সাধারণ সম্পাদক আবুল হোসেন রনি, সহ-সভাপতি জসিম বেপারী, রাজু আহম্মদ হাওলাদার, ইকবাল হোসেন, শুক্কুর আলী, সহ-সাধারণ সম্পাদক আরিফ বেপারী, সিফাত খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি হানিফ কাজী বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং শ্রমিকদের অধিকার রক্ষা করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদেরকে দলের মূল সংগঠন আওয়ামী লীগের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।