প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ০০:০০
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে ডায়াবেটিস ও প্রেসার পরীক্ষাসহ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ২১ নভেম্বর রেলওয়ে বকুলতলা এলাকার নারীদের জন্যে এ আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি মাহমুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সম্পাদক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত সময় করে সকালে এবং বিকেলে হাঁটার অভ্যাস করতে বলেন এবং ডায়াবেটিস রোগীদের একত্রে বেশি খাবার না খেয়ে বারবার খাদ্য গ্রহণ করতে বলেন। এছাড়া তিনি আরও দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ক্লাবের অন্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারী ডালিয়া খানম, সহ-সভাপতি রওশন আক্তার, মিতু আক্তার, চার্টার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলী, প্রাক্তন সভাপতি মুক্তা পীযূষ ও তাসলিমা সুলতানা মুন্নি, সদস্য নূরজাহান সেতু, রুবিনা মরিয়ম, ফাহমিদা খানম, জান্নাতুল ফেরদৌসীসহ আরো অনেকে।