প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ০০:০০
![মতলব উত্তরে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার](/assets/news_photos/2022/11/21/image-26258.jpg)
মতলব উত্তর উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মোঃ স্বপন মিয়াজী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ নভেম্বর তাকে চাঁদপুরের আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে ১৯ নভেম্বর রাতে বাদী হয়ে কলাকান্দা ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল ডিজিটাল আইনে এই মামলাটি করেন। মোঃ স্বপন মিয়াজী উপজেলার বেগমপুর গ্রামের আবুল হোসেন মিয়াজীর ছেলে। সে পেশায় ইজিবাইক চালক।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মুখের এবং শরীরের সাথে আপত্তিকর অবস্থায় অশ্লীল একটি মেয়ের ছবি ডিজিটাল ডিভাইস মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডির মাধ্যমে শেয়ার ও প্রচার করে এই স্বপন মিয়াজ। এতে মন্ত্রী ওবায়দুল কাদেরসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নসহ মানহানি করা হয়। তাজুল ইসলাম শ্যামল বাদী হয়ে এজাহার করার পর মতলব উত্তর থানার মামলা নং-১৯, তারিখণ্ড১৯/১১/২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ২৫/২৯/৩১/৩৫ ধারা মামলা রুজু হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা দিয়েছে। এই মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। মামলার আলামত জব্দ করা হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।