মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ০০:০০

নয়ন হত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার ॥

কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ নভেম্বর রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে নতুনবাজার মোড়ে তারা এক পথসভায় মিলিত হয়।

পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী। এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সম্পাদক সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ মোঃ হাবিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান, চাঁসক শাখা ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী, সদস্য সচিব ফয়সাল মাহমুদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েকশ’ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, নয়নের রক্ত বৃথা যাবে না। এর আগেও ভোলাসহ বিভিন্ন জায়গায় সহযোদ্ধা নয়ন মিয়াসহ কয়েকজনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আর কত রক্ত দিলে এই বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হবে আমাদের জানা নাই। নেতৃবৃন্দ নয়ন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়