মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ০০:০০

সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নতুনভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর রোববার বিকেলে শোল্লা স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে টিম প্রধান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে দলের জন্যে যিনি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন এমন লোকই নেতৃত্বে আসা উচিত। দলের জন্যে যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবেন। কোনোভাবেই হাইব্রিড ও জামাত শিবিরের কাউকে সদস্য সংগ্রহ করবেন না। সামনে আমাদের জন্য অনেক পরীক্ষা অপেক্ষা করছে। তাই দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। একই সাথে নূতন প্রজন্মকে আরো বেশি করে দলে সংযুক্ত করতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোহন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগর।

সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। এ সময় তিনি বলেন, দলকে ঐক্যবদ্ধ রাখতে আমরা কাজ করে যাচ্ছি। যুবলীগ, ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের আপনারা প্রাথমিক সদস্যে অন্তর্ভুক্ত করবেন। আগামীতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলে মিলেমিশে কাজ করতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল আজম শুকু পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল হাসানাত নয়ন, মহিলা বিষয়ক সম্পাদক রিনা নাসরিন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী পারভেজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়