সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ০০:০০

আজিজ খান দুদু চাঁদপুর সদর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আজিজ খান দুদুকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত করা হয়েছে। উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজ খান দুদুকে।

জানা যায়, বাছাই কমিটি সার্বিক দিক বিবেচনা করে সফরমালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজিজ খান দুদুকে উপজেলার ১ম স্থান অধিকারী হিসেবে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে তালিকাভুক্ত করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ৩নং কল্যাণপুর ইউনিয়নে মূলত প্রাথমিক স্তরে শিক্ষার্থীর ঝরে পড়ার রোধকরণকল্পে ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিকরণে কাজ করায় কর্তৃপক্ষ তাকে সম্মানিত করেছে।

তিনি আরো বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষা ও শিক্ষিত ব্যক্তির গুরুত্ব অপরিসীম। শিক্ষার হার ও মানোন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী নানামুখী পদক্ষেপ নিয়েছে। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনসহ সচেতন হতে হবে। দরিদ্র্যতার কারণে কেউ যেনো ঝরে না পড়ে সেজন্য সরকার প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ সকল শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি সহায়তা দিয়ে আসছে। আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে এই সম্মান দেয়া সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও সমাজকর্মী হিসেবে সমাজ সংস্কারে এ ধারা যাতে অব্যাহত রাখতে পারি সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়