প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের তত্ত্বাবধানে গঠিত ‘পৌরসভার মনিটরিং সেল’ মাঠে সক্রিয় রয়েছে। এই সেলের অধীনে স্বেচ্ছাসেবক টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে অবস্থান করে সরকারের কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করছে। পৌরসভার ১৫টি ওয়ার্ডে এই টিম রয়েছে। টিমের সদস্যরা শহরের বিভিন্ন স্পটে বিভক্ত হয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরগণ এই টিমকে তত্ত্বাবধান করে থাকেন।
গতকাল শনিবার বিকেলে দেখা যায়, চাঁদপুর শহরের কালীবাড়ি মোড় এলাকায় ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানার স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা অবস্থান করে রাস্তায় যান চলাচল এবং মানুষের চলাচলের বিষয়ে সতর্ক করছেন। কোনো দোকান যাতে খোলা রাখা না হয় সে বিষয়টিও তারা নিশ্চিত করছে।