শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) কলেজ শাখার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আবু ছাইদ।

কলেজ শাখার সমন্বয়কারী সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল আজম, কলেজ শাখার সহকারী অধ্যাপক মালেকা পারভীন, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম মজুমদার প্রমুখ।

প্রভাষক মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিএম ১ম বর্ষের শিক্ষার্থী তানজিনা আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত হুসনা। বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বিদায়বাণী পাঠ করেন পরীক্ষার্থী সিরাজুম মনিরা।

বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মোঃ নাজমুস শাহাদাত। মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মসজিদের ইমাম মোঃ হাবিবুর রহমান।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন বিএম ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন। এ সময় শিক্ষক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়