প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৬
ফরিদগঞ্জ লেখক ফোরামের নয়া সভাপতি ফরিদ সম্পাদক তারেক
![ফরিদগঞ্জ লেখক ফোরামের নয়া সভাপতি ফরিদ সম্পাদক তারেক](/assets/news_photos/2025/02/08/image-58755-1739030252bdjournal.jpg)
ফরিদগঞ্জ লেখক ফোরাম'র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ আহমেদ মুন্না ও সাধারণ সম্পাদক তারেক রহমান তারু। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরামের ১৮তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ আহমেদ মুন্না ও সাধারণ সম্পাদক তারেক রহমান তারু।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি কেএম নজরুল ইসলাম।
সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার বার্ষিক প্রতিবেদন ও হিসাব উপস্থাপন করেন। প্রথম অধিবেশনের শেষ ভাগে অনুষ্ঠানের সভাপতি কেএম নজরুল ইসলাম বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ লেখক ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, নির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ মুন্না, সদস্য মাহবুবে রাব্বানী, নাছির উদ্দিন, রাকিব হোসেন, মিতু রাণী দেবনাথ, রিমা আক্তার প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা করেন নূরুল ইসলাম ফরহাদ ও কেএম নজরুল ইসলাম। এ সময় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ২০২৫-২০২৬ সালের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে ফরিদ আহমেদ মুন্না ও তারেক রহমান তারু। নির্বাচন পরিচালনা কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য পরামর্শ দেন।
ফরিদগঞ্জ লেখক ফোরামের নির্বাচিত সভাপতি ফরিদ আহমেদ মুন্না ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং প্রথম কমিটির বার্তা সম্পাদক ছিলেন। বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচারের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি শিল্প ও সাহিত্যের ম্যাগাজিন সৃজনের সম্পাদক, মাসিক ক্যাম্পাস মিররের নির্বাহী সম্পাদক ছিলেন। নির্বাচিত হওয়ার পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।