রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই দেশে নির্বাচন দরকার -: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই দেশে নির্বাচন দরকার -: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী
মাহবুব আলম লাভলু

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষায় জাতি উন্নত হলে অন্য দেশের ওপর আর নির্ভর করতে হয় না। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই দেশে নির্বাচন দরকার।

শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে ৮৮বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আতাউর রহমান ঢালী বলেন, এমন কোনো অপকর্ম নেই যেটা শেখ হাসিনা ও তার সরকার করে নি। বাংলাদেশের রাজনীতিতে একমাত্র হাসিনাই দেশ ছেড়ে ভারতেপালিয়েছেন। আমরা মনে করি, ভারত আমাদের প্রতিবেশী এবং বন্ধু দেশ, তারাও মনে করে। তাহলে কেন ফ্যাসিস্টের দোসররা ঐ দেশে বসে উস্কানিমূলক বক্তব্য রাখেন? এই ধরনের উস্কানিমূলক বক্তব্য যাতে না রাখেন সেটি ভারত সরকারকে নিশ্চিত করার জন্যে আমরা আহ্বান জানাবো।

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিকারুদ্দৌলা চৌধুরী ভুলু, যুগ্ম সচিব রেহান উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর শামসুল আলম মোল্লা, পুলিশ সুপার আবু ইউসুফ সবুজ, চাঁদপুর জেলা বিএনপির যুগ-সাধারণ সম্পাদক তানভীর হুদা, সদস্য অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শমীম।

আরো বক্তব্য রাখেন সবেক শিক্ষার্থী, সমাজ সেবক সন্ন্যাসী সেলিম মিয়া, সমাজসেবক খলিলুর রহমান ঢালী, সমাজসেবক আশরাফুল ইসলাম শিকদার, রাজনীতিবিদ ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন খান, রাজনীতিবিদ অ্যাড. এসএম মফিজুল ইসলাম, উদযাপন কমিটির সদস্য সচিব ভিপি মফিজুল ইসলাম শান্ত, সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান মো. গুলজার আলম, লায়ন এসএম মতিউর রহমান, হেদায়েত উল্যাহ, আবু নাসের শ্যামল, স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোল্লা মো. বোরহান উদ্দিন, সাবেক শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক শিক্ষক হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনীর আহ্বায়ক, রাজনীতিবিদ ও সমাজ সেবক শাজাহান সর্দার।

অনুষ্ঠানে স্কুল প্রতিষ্ঠার ৮৮ বছর পর স্কুলের সাবেক শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করায় সাবেক শিক্ষার্থীরা আয়োজকদের অভিনন্দন জানান। তারা বলেন, স্কুলের প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ, ৮৮বছর পর যাঁরা ১ম পুনর্মিলনী বাস্তবায়ন করছেন, যাঁরা স্কুলে জমি দিয়ে সহযোগিতাসহ বিভিন্ন সময় বিভিন্নভাবে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমরা সাবেক শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

১৯৩৭ সালে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন স্থানীয় শিক্ষানুরাগী আব্দুর রহমান সাহিত্যরত্ন। তিনি উদ্যোগ না নিলে হয়তো এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখানে প্রতিষ্ঠা হতো না। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়