শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের মিলাদ
কামরুজ্জামান টুটুল ॥

২০২২ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও বিএমটি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের সভাপ্রধানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মাসুদ আহম্মদ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহ্, পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন রতন ও স্বপন কুমার পাল, দাতা সদস্য মাহমুদ আহমেদ মিঠু, অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার ও শামছুজ্জামান মুন্সী।

সহকারী অধ্যাপক তোহিদা আক্তারের সঞ্চালনায় সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ সেলিম, নাজমা আক্তার, মোরশেদ আলম মজুমদার, মোঃ বেলাল হোসেন, শ্রীকৃষ্ণ দে, বিলকিস আরা বেগম, মোঃ সেলিম পাটওয়ারী, প্রভাষক ইফতেকার আলম।

বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুনতাহা, মোহাম্মদ জুনায়েদ হোসেন ও অধ্যয়নরত শিক্ষার্থী রঞ্জিতা পাল। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখায় নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অধিকারী চারজনকে পুরস্কার প্রদান করা হয়।

পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহী আক্তার। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য মোঃ ইসহাকসহ সকল শিক্ষক ও পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়