শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ০০:০০

কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭ শিক্ষককে বিদায় সংবর্ধনা
আলমগীর কবির ॥

হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত ৩০ অক্টোবর রোববার মাদ্রাসার মাঠে জাঁকজমকপূর্ণভাবে মাদ্রাসা, গভর্নিংবডি, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, নগদ অর্থ সম্মানি ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকগণ হলেন : সিনিয়র শিক্ষক মোঃ মুকবুল আহমেদ, সিনিয়র সহকারী মৌলভী ইলিয়াছ বকাউল, মৌলভী মোঃ শহিদুল্লাহ, সহকারী শিক্ষক মোঃ মোশারফ হোসেন, জুনিয়র শিক্ষক আবুল খায়ের, ইবতেদায়ী প্রধান হুমায়ুন কবির ও ক্বারী মোঃ মুজিবুর রহমান। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সোলাইমানের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি ডাঃ মোঃ আহসান উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিংবডির সাবেক সভাপতি ডাঃ একেএম শাহজাহান, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আহসান খান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, কাপাইকাপ সরকারি প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তুহিন হায়দার শিশির, মাদ্রাসার প্রাক্তন ছাত্র ডাঃ মোঃ সাইদুল হক পাটওয়ারী, গণ্যমান্য মোঃ সফিকুল ইসলাম খান, ইউপি সদস্য ইকরামুল হক শিবলুসহ মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়