শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০

এ সরকারকে মানুষ পছন্দ করে না
মাহবুব আলম লাভলু ॥

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশটাকে কীভাবে কোন্ জায়গা নিয়ে গেছে সরকার। দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই সরকার। দেশে এই অবস্থা তৈরি হবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা যখন ১৯৭১ সালে যুদ্ধ করেছি, তখন স্বপ্ন দেখেছি সুখী সমৃদ্ধ একটি স্বপ্নের দেশ তৈরি হবে। আজকে সেই বাংলাদেশের এমন অবস্থায় আমরা কষ্ট পাচ্ছি।

তিনি আরো বলেন, বিভাগীয় জনসভাগুলোতে নেতা-কর্মীদের যেতে বাধা দেয়া হচ্ছে। গাড়ি বন্ধ করে দেয়া হচ্ছে। কিন্তু মানুষ পায়ে হেঁটে জনসভায় যোগ দিচ্ছে। এ সরকারকে মানুষ পছন্দ করে না। তাই সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। বিএনপি এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার দক্ষিণ লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু ও যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আহমেদ স্বপন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন, মতলব পৌর যুবদলের সভাপতি মজিব সরকার, উপজেলা বিএনপি নেতা মফিজুল ইসলাম, গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নান্নু গাজী, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমু, উপজেলা বিএনপি সদস্য নুরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়