প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ০০:০০
উৎসবমুখর পরিবেশে চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়া সার্বজনীন শ্যামা কালীপূজা উদযাপন পরিষদ আয়োজিত শ্রী শ্রী শ্যামা দেওয়ালী কালীপূজা সম্পন্ন হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শ্রী শ্রী শ্যামা দেওয়ালী কালী পূজা গত ২৪ অক্টোবর সারাদেশে একযোগে শুরু হয়। সে লক্ষ্যে উৎসবের আনন্দ ব্যাপকভাবে ছড়িয়ে দিতে আয়োজকদের আয়োজন ছিল ব্যাপক। তারা সুবিশাল প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে লাল, নীল আলোর বাহারে আলোকিত করে তোলেন পূজা মণ্ডপ। কিন্তু মহাদুর্যোগ সিত্রাংয়ের প্রচণ্ড প্রভাবে সকল ভক্ত হৃদয়ে সৃষ্টি হয় মহা আতঙ্ক। ঝড়, বৃষ্টি, বিদ্যুতের লোডশেডিং সব মিলিয়ে উৎসবে দেখা দেয় শূন্যতা। বিপদের ভয় আর মহাদুর্যোগের কারণে অনেকেই আসেনি পূজা মণ্ডপে। পূজারীগণ উৎসবমুখর পরিবেশ আর ভক্তহীন নিয়মের পূজা করেন হৃদয়ের ভক্তি দিয়ে। তারা শ্রী শ্রী কালীমাতার কাছে করজোড়ে প্রার্থনা করেন দুর্যোগপূর্ণ আবাহাওয়া থেকে মুক্তি পেতে। হয়তো তাদের সেই বিশ্বাস, আর ভক্তি এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ কোটি কোটি মানুষের প্রার্থনার কারণে আমরা রক্ষা পেয়েছি সিত্রাংয়ের মহাতাণ্ডব থেকে।
বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় দেশের কল্যাণ ও শান্তি কামনা করে শ্রী শ্রী কালীমাতার কাছে প্রার্থনা করেন পুরাণবাজার দাসপাড়া সার্বজনীন শ্যামা কালীপূজা উদযাপন পরিষদের ভক্তবৃন্দ। দাসপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে অনুষ্ঠিত শ্রী শ্রী শ্যামা কালীপূজার ৩ দিনব্যাপী অনুষ্ঠানের গত ২৬ অক্টোবর বুধবার ছিল শেষদিন। এদিন সন্ধ্যায় পূজা মণ্ডপে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয় শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। ভক্ত-শ্রোতাদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিলো পরিপূর্ণ।
অনুষ্ঠানে সদ্য সম্পন্ন হওয়া শারদীয় দুর্গোৎসব ও শ্রী শ্রী কালীপূজা মণ্ডপের সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন থিমের উপর যারা কাজ করেছেন তাদেরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা চাঁদপুর জেলাবাসী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের আন্তরিক সহযোগিতার কারণেই আমরা আমাদের উৎসব শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এবারের দুর্গোৎসবের থিম বা আয়োজন দর্শককুলে ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদের অনেকেই আমাদের এই আয়োজনের প্রশংসা করেছেন। আমরা মনে করি, আমাদের এই প্রশংসা আমাদের নয়। যদি কোনো সুনাম বা প্রশংসা হয়ে থাকে তাহলে তা দাসপাড়াবাসীর। কারণ সকলের আন্তরিক প্রচেষ্টা আর ঐক্যের ফসল আমাদের উৎসবের সফলতা। আগামীতেও যাতে এমন সুন্দর আয়োজন করা যায় এজন্য দাসপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক গৌতম দাস, দাসপাড়া সার্বজনীন শ্যামা কালীপূজা উদযাপন পরিষদের সভাপতি অনুপ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ মজুমদার সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সংগঠক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় আগত অতিথিসহ কমিটির নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের দুলাল চন্দ্র দাস, বিশ্বনাথ দাস, চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, দাসপাড়া সার্বজনীন শ্যামা দেওয়ালী কালী পূজা উদযাপন পরিষদের খোকন দাস, রাম দাস, উৎপল দাস, সঞ্জয় মজুমদার, অজিত দাস, বাদল দাস, মৃদুল দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানকে ঘিরে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।