প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ০০:০০
![ঝুঁকিপূর্ণ এলাকার লোকদেরকে নিরাপদে নেয়ার চেষ্টায় মাইকিং](/assets/news_photos/2022/10/25/image-25017.jpg)
চাঁদপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব বেশি পড়েছে মেঘনা নদীর পশ্চিমে মতলব উত্তর উপজেলা থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ছোট-বড় চরাঞ্চলে। সেখানে বসবাসকারী লোকদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আর মেঘনা উপকূলীয় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরের পর থেকেই জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে জেলা তথ্য অফিস শহরে এবং গ্রামাঞ্চলে রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকদেরকে সাইক্লোন সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু ভবনে আশ্রয় নেয়ার জন্যে বলে।