শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০০:০০

সাংবাদিক মুনির চৌধুরীর হার্টে অ্যানজিওপ্লাস্টি অপারেশন ও রিং পরানো হয়েছে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ মুনির চৌধুরী গত ১৭ অক্টোবর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর উন্নত চিকিৎসার জন্যে ১৯ অক্টোবর মুনির চৌধুরীকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। এনজিওগ্রামে হার্টে ব্লক ধরা পড়ায় গতকাল রোববার সন্ধ্যায় হার্টে অ্যানজিওপ্লাস্টি অপারেশন এবং রিং পরানো হয়েছে। বর্তমানে ঢাকা গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিসাধীন রয়েছেন।

উল্লেখ্য, মুনির চৌধুরী চাঁদপুরের প্রথম সরাসরি দৈনিক পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর বড় ভাই। তিনি জানান, এর আগেও মুনির চৌধুরীর হার্টে অ্যানজিওপ্লাস্টি অপারেশন এবং রিং পরানো হয়েছে। এ সময় মুনির চৌধুরীর বড় ভাই, মেঝো ভাই, বোনসহ অন্য আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।

মুনির চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তিনি অনেক বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়