শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ০০:০০

হাইমচরের জনতা বাজারে জমিসংক্রান্ত বিরোধে হামলায় নারীসহ আহত ৫
সোহাঈদ খান জিয়া ॥

হাইমচরের জনতা বাজারে জমি সংক্রান্ত বিরোধে হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ২ মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে গত ২৫ সেপ্টেম্বর সকালে।

জানা যায়, দুলাল আখনের সাথে জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের আহমেদ আখনজির বিরোধ চলে আসছে। সে বিরোধকে কেন্দ্র করে ফজলু আখনজি, সোহরাফ আখনজি, সরাফত আকবর, সবুজ, আনোয়ার আখনজিসহ ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোক জমি দখলের উদ্দেশ্যে রামদা, রড, ছেনী, কিরিচ ও লাঠিসোঠা নিয়ে দুলাল আখনের বাড়ি-ঘর ভাংচুর করে। ভাংচুরের শব্দ শুনে দুলাল আখন এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে বেধড়ক মারধর করে। হামলায় আহতরা হলেন দুলাল আখন (৪৫), রাকিব (১৯), সাকিল (১৭), পারভীন (৪০) ও সুমি (২২)। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্যে চিকিৎসক তাদেরকে চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। আহত দুলাল আখনের ডান পায়ের গিরার উপরে কোপানোর কারণে কোনো রকমে হাড়ের সাথে লেগে আছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেয়। হামলাকারীরা আহত সুমির গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

হামলাকারীরা হামলা করেই ক্ষান্ত হয়নি। তারা দুলাল আখনের এসএসসি পরীক্ষার্থী ছেলে শাকিলকে পরীক্ষা দিতে যাওয়ার সময় মারধর করে। পরে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তায় বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়। পরের দিন দুলাল আখনের রান্না ঘরে আগুন লাগিয়ে দিলে তাদের ডাক-চিৎকার শুনে এলাকার লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

বর্তমানে হামলাকারীরা দুলালের পরিবারকে হুমকি দেয় মামলা তুলে নেয়ার জন্য। না হলে পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলা হবে। বর্তমানে দুলালের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়