প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদরাসার নূরাণী বিভাগের (নাজেরা) ১ম ব্যাচের শিক্ষার্থীদের গতকাল শনিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে কুরআন মাজিদের ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ছবক প্রদান করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন (আজাদ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আমিন মডেল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক আব্দুস শুক্কুর মাস্তান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান মাস্তান ও ফরিদ আহমেদ মাস্তান।
মোনাজাত পরিচালনা করেন হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান। মাদ্রাসার নূরাণী বিভাগের শিক্ষক মোঃ হাবিবুল্লাহর পরিচালনায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য হাফেজ মাওলানা মাহবুব আলম, হাফেজ মাওলানা শাহ-মাহমুদুর রহমান, হাফেজ মাওলানা আবুল হোসাইন, মাওলানা ওসমান গনি। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্বারী আব্দুল হান্নান, মাওঃ জহিরুল ইসলাম, হাফেজ জাকির হোসেন মৃধাসহ অনেকে। এছাড়া ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, এলাকার সুধী, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।