প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০
মতলব উত্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। ২৬ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার ডাকুরকান্দি হাজী চানবক্স দাখিল মাদ্রাসা মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ শামীম সরকার। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে। বিএনপির আন্দোলনে দেশের মানুষ সাড়া দিয়ে আজ রাজপথে নেমেছে।
অতিথির বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। প্রধান বক্তার বক্তব্য রাখেন মতলব দক্ষিণ বিএনপির প্রবীণ নেতা মোল্লা মোহাম্মদ জাকির।
মতলব উত্তর উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম সরকারের সভাপতিত্বে ও মতলব দক্ষিণ বিএনপি নেতা ডাঃ শোয়েব আহাম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন এখলাছপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মেজবা উদ্দিন জনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুজ্জামান বাবু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি নেতা মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌফিক আজিজ মিশু, ছাত্রদল নেতা হাবিবুর রহমান প্রমুখ।