প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০
জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির এবং ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ব নির্ধারিত সময়সূচি হিসেবে ২৬ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির উদ্যোগে খাজুরিয়া বাজার এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মিছিলের নেতৃত্বে ছিলেন দুই তুখোড় নেতা উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, পৌর বিএনপির সাবেক সভাপতি ফরিদগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির বর্তমান সভাপতি আমানত গাজী, বিএনপির সহ-সভাপতি খালেক পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মোল্লা প্রমুখ। উক্ত মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন।