বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০

কচুয়ায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা ও মতবিনিময় সভা
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের আলোচনা ও মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ আগস্ট বৃহস্পতিবার উপজেলার কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খানের সভাপ্রধানে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ওসি (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, কচুয়া উপজেলা স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদ উল্যাহ পাটওয়ারী, আশ্রাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, তেতৈয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়