বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০

জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের গভর্নিংবডির নিয়মিত সভা ও শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান সোহেল রুশদী।

তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কলেজ গভর্নিংবডি কাজ করছে। প্রতিষ্ঠানের সম্পদ রক্ষণাবেক্ষণ, অবকাঠামো উন্নয়ন, লেখাপড়ার মানবৃদ্ধির ক্ষেত্রে মনিটরিং জোরদার করতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সাথে সাথে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষক কিংবা কর্মচারী অনিয়ম ও বিশৃঙ্খলা করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানের ভবনগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

সভাপতি আরো বলেন, প্রতিষ্ঠানের ফলাফল ভালো করতে হবে। সকল শিক্ষকের কলেজে উপস্থিতির আগমন ও প্রস্থান সঠিক সময়ে নিশ্চিত করতে হবে। ছুটি, আগমন ও প্রস্থান গভর্নিংবডির নির্দেশনাসহ যাবতীয় বিষয় অধ্যক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো কাজ করা যাবে না। প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো অনিয়ম হলে তা বরদাস্ত করা হবে না। বিষয়ভিত্তিক শিক্ষকদের জবাবদিহি করতে হবে। প্রতিষ্ঠানের উন্নয়নে কমিটি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সকলে মিলে একসাথে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় যেকোনো কাজ সহজ হয়ে যায়। আপনাদের নিয়মিত ক্লাস নিশ্চিত করতে হবে।

এছাড়া সভায় শিক্ষকদের পদোন্নতি, উচ্চতর স্কেল, বিধি মোতাবেক চাকুরি স্থায়ীকরণ ও প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিন শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় ছাড়াও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিষ্ঠান সমূহের ৪র্থ শ্রেণির কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেন। প্রতিষ্ঠান চলাকালে ক্যাম্পাসের আশপাশে কর্মচারীদের টইল জোরদার করতে হবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, কলেজ গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক সামিমা আক্তার, সিনিয়র প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মোঃ জিয়াউর রহমান, প্রদর্শক মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মোঃ মানিক মিয়া, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, প্রভাষক মোসাঃ মনোয়ার খাতুন, কলেজ গভর্নিংবডির সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, কলেজের শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহকারী শিক্ষক নাছরীন আক্তার, অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসানসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়