প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০০:০০
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে ৮নং ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর মিছিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শামীম খানের উদ্যোগে মিছিলটি সিআইপি বেড়িবাঁধ সড়কের রামদাসদী লালুর দোকান এলাকা থেকে বহরিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সমাবেশ ও মিছিলে সমবেত হয়। এ সময় জিয়া-খালেদা-তারেক বিষয়ক স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির নির্দেশনায় ২৪ আগস্ট বুধবার বিকেলে এই মিছিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড নেতা রিপন ঢালী, আমিন খান, জামাল খান, ইসমাইল ঢালী, আলাউদ্দিন, আনোয়ার মিজিসহ অন্য নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।