বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে হাদিয়া ফাউন্ডেশনের কোরআন শরীফ উপহার
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে একঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হাদিয়া ফাউন্ডেশন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ উপহার হিসেবে প্রদানের মধ্য দিয়ে শুরু হয়েছে।

ইতোমধ্যে ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী ইব্রাহিমিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা, খেজুরতলা আইডিয়াল নূরানী মডেল মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে কোরআন শরীফ উপহার দেয়া হয়েছে। তারই অংশ হিসেবে হাইমচরের চরভৈরবী ইউনিয়নে পাড়াবগুলা শাজুলীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রোববার বিকেলে কোরআন শরীফ উপহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহমদ আলী মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল বারেক বকাউল, ইউপি সদস্য দাদন মিয়া প্রধানিয়া, অত্রমাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ মকবুল হোসাইন বুলবুলী, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ আব্দুল মালেক মিয়াজী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিফাত উল্যাহ ও সহকারী অধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দিন।

হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মহিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শামছুল ইসলাম রনির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদস্য জিহাদ হাসান, জুবায়ের হোসাইন, আরিফুর রহমান, জাফর, মহিন প্রমুখ।

হাদিয়া ফাউন্ডেশনের সাংগঠনিক সূত্রে জানা গেছে, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে। যেমন ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ইফতার বিতরণ, ঈদ উপহার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরচ যোগান, করোনাকালিন সময়ে সচেতনতামূলক প্রচারণা, খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়